কোচ রাজবংশী মানুষের পরিযায়ী হওয়ার কিছু গুরুত্বপূর্ণতথ্য। Koch Rajbanshi Migration

VSarkar
koch rajbanshi migration

পরিযায়ী কোচ রাজবংশী ও গুরুত্বপূর্ণ তথ্য

এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হল একটি ঐতিহাসিক ঘটনা। বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জনবিন্যাসের প্রভাব মানুষকে তার নিজের জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে বাধ্য করে। কিছু গবেষক (প্রামাণিক, 2006) অবশ্য অন্যান্য কারণ বাদ দিয়ে রাজনৈতিক এবং ধর্মীয় কারণকেই গুরুত্ব দিয়েছে যার দরুন মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। স্কেলডন (2003) লক্ষ্য করেছেন যে স্থানান্তর ও তার বিভিন্ন উপাদান সমূহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করেছে মানুষের জায়গা পরিবর্তন কারণ হিসাবে, শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার ধারা এবং সামগ্রিক স্থানান্তর তত্ত্ব রচনা নয়, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির বিশাল ধারাও প্রকাশ পেয়েছে।

এই ধরনের গবেষণায় কোচ রাজবংশী (Koch Rajbanshi) মানুষের কোচবিহার থেকে বাইরে যাওয়ার প্রবনতা স্টাডি করা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই গবেষণায় একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে যে কিভাবে এই স্থানান্তর (migration) কোচরাজবংশী মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করেছে। স্থানান্তরের প্রভাব বিশ্লেষণ করার জন্য প্রাইমারি ও সেকেন্ডারি ডাটা ব্যবহার করা হয়েছে।

Koch Rajbanshi Migration issue

প্রাইমারি ডাটা হিসাবে 5টি গ্রাম থেকে  500 কোচরাজবংশী মানুষের ঘর বেছে নেওয়া হয়েছে (using two stage sampling procedure).

রেজাল্ট যা পাওয়া গেল তাতে দেখা গেল কোচ রাজবংশী মানুষের /সম্প্রদায়ের সমস্ত গুরুত্বপূর্ণ সামাজিক এবং জনবিন্যাসের সূচক গড় মানের থেকে নিচে অবস্থান করছে যা অসাম্যতার ইঙ্গিত বহন করে। এই অসাম্যতা যারা স্থানান্তর হয়েছে আর যারা স্থানান্তর হয়নি এই দুই এর মধ্যে। (সহজ কথায় যে পরিবারগুলি কেরালা, রাজস্থানে কাজ করে অর্থ উপার্জন করে আর যারা কেরালা বা রাজস্থান যাইনি, বাড়িতেই কিছু না কিছু করে অর্থ উপার্জন করছে।) কোচ রাজবংশী যুব সম্প্রদায়ের (Koch Rajbanshi youths) মধ্যে বাইরে গিয়ে উপার্জন করার প্রবনতা বেশী যা প্রমাণ করে মানুষ চেষ্টা করছে বাইরে গিয়ে  ভালো ভবিষ্যৎ গড়ার। মানুষ তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে নিয়ে বাইরে চলে যাচ্ছে, বর্তমান যে সামাজিক সম্বন্ধ সেটাও তাকে সাহায্য করছে বাইরে যাওয়ার। যে পরিবারের কেউ না কেউ বাইরে আছে সেই পরিবার তার উপার্জনের উপর নির্ভর করে থাকে। অন্যান্য পরিবারের (যাদের বাইরে কেউ যাইনি)  তুলনায় মাইগ্র্যান্ট পরিবারগুলি বেশী সচ্ছল। মাইগ্র্যান্ট (migrant) পরিবারগুলি তুলনামূলক ভাবে বেশী খরচা করতে পারে স্বাস্থ্য সমস্যায় কারণ তাদের হাতে কিছুটা হলেও বেশী টাকা আছে। যখনই তাদের কেউ অসুস্থ হয় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে ঔষুধ কিনতে পারে। স্পেসিফিক ইস্যুর উপর একটি স্ট্রং কমিউনিটি বেসড পলিসি এই সম্প্রদায়ের উন্নতি আনতে পারে, যেমন অ্যাডাল্ট এডুকেশন, ওমেন এমপাওয়ারমেন্ট, হেলথি জীবনযাপন প্রোমোট করা, ছোটখাটো শিল্প প্রতিষ্ঠা করা (small scale industry), যুব সম্প্রদায়ের কারিগরি শিক্ষার প্রবর্তন। (উপরের লেখাগুলো এক গবেষণা পত্রের সারাংশ)

1871 সালে কোচ রাজবংশী জনসংখ্যা

জেলা/রাজ্য সাল (1871)  
জলপাইগুড়ি 137000  
কোচবিহার 468657  
গোয়ালপাড়া 120000  
রংপুর 407000  
মোট জনসংখ্যা 1132657  

Hunter W W, (1876) ‘A Statistical Account of Bengal, Volume X, Districts of Darjiling and Jalpaiguri and State of Kuch Behar

উত্তরবঙ্গের 6 জেলায় কোচ রাজবংশী জনসংখ্যা (2001 সাল)

জেলা   আদমসুমারী 2001
দার্জিলিং 129,904  
জলপাইগুড়ি 811,567  
কোচবিহার 972,803  
মালদহ 144,158  
উত্তর দিনাজপুর 405,140  
দক্ষিণ দিনাজপুর 224,988  

Source: Gupta A (2012) ‘Caste Identity of the Rajbanshis of North Bengal: Way to social inclusion (or exclusion)’

সংখ্যা ও শতাংশ হিসাবে পরিযায়ী (migrants), 5 জেলায় পুরুষ ও মহিলা বসবাসকারী (2001 সাল)

জেলাব্যক্তিপুরুষমহিলাMigrants/পরিযায়ীপুরুষমহিলা 
জলপাইগুড়ি292158949511972078.632.567.5  
উত্তর দিনাজপুর180656413981392587.422.977.1
মালদহ276082629112131718.422.877.2
দক্ষিণ দিনাজপুর12514225829993138.32.0679.4
কোচবিহার178443370351414087.220.879.2

Shows the number and percentage of migrant population by sex during the 1991 to 2001. It is evident from the table that 8.6 percent population of Jalpaiguri district changed their last residence during 1991-01. while this corresponds to 7.2 percent in case of Koch Behar.


সংখ্যা ও শতাংশ হিসাবে migrants /পরিযায়ী মানুষ, গ্রাম ও শহর বিচারে। (কোচবিহার )


গ্রাম—           শহর–          
  ব্যক্তি পুরুষ মহিলা জনসংখ্যা% পুরুষ% মহিলা%   ব্যক্তি পুরুষ মহিলা জনসংখ্যা% পুরুষ% মহিলা%
কোচবিহার 156686 28944 127742 87.88 18.5 81.5 21757 8091 13666 12.2 37.2 62.8

5 জেলা থেকে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় যাওয়া migrants/পরিযায়ীর সংখ্যা


দক্ষিণ দিনাজপুরকোচবিহারমালদহজলপাইগুড়িউত্তর দিনাজপুর
দার্জিলিং4931400558143502963
মুর্শিদাবাদ57822048106941373
বীরভূম8299658176205
বর্ধমান2102439141237514
নদিয়া472549126915271586
উত্তর 24 পরগনা2493154841095669
হুগলি108138263426215
বাঁকুড়া3198175263147
পুরুলিয়া384311311689
মেদিনীপুর156244332624235
হাওড়া6589168415171
কলকাতা56872410952261773
দক্ষিণ 24 পরগনা102166206478155

ভারতের অন্যান্য রাজ্যে 5 জেলা থেকে যাওয়া পরিযায়ীর /migrants সংখ্যা


জলপাইগুড়িদক্ষিণ দিনাজপুরকোচবিহারমালদহউত্তর দিনাজপুর
অন্ধ্রপ্রদেশ446 337553
অরুণাচল153 110  
আসাম1794321597157271635
বিহার11671135714391214716374
ছত্তিশগড়78  69 
চন্ডীগড়79    
গুজরাত8443517539
হিমাচল প্রদেশ149    
হরিয়ানা6243814912983
ঝাড়খন্ড1433211873424616
জন্মু কাশ্মীর5723115212645
কেরালা30146475659
কর্ণাটক34135365735
মেঘালয়415 396  
মহারাষ্ট্র12413277171153
মনিপুর211 39  
মধ্যপ্রদেশ434221116546
মিজোরাম45    
নাগাল্যান্ড182 27  
ওড়িশা500436412888
পান্জাব76847119265116
রাজস্থান98368621101207
সিকিম382 32  
তামিলনাড়ু233 4335 
ত্রিপুরা604251014662
উত্তরপ্রদেশ2624157435648493
উত্তরাখন্ড542 357169


আন্তর্জেলা migrants/পরিযায়ী সংখ্যা / উত্তরবঙ্গের 5 জেলার মধ্যে

 দক্ষিন দিনাজপুর কোচবিহার মালদহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর % Out – Migrants (%যাওয়ার সংখ্যা)
দক্ষিণ দিনাজপুর 0237659214741184516.7
কোচবিহার 332038037087139332.5
মালদহ 7913400018501391320.0
জলপাইগুড়ি 449166746880309017.3
উত্তর দিনাজপুর 770043556462559013.5
%In- Migrants (%আসার সংখ্যা) 13.614.711.035.625.1100.0

ডাটাগুলো 1991-2001 সালের।

Courtesy: Dr. Kumar Chiman Sinha (Impact of Migration on Koch Rajbanshi community of Koch Behar District)

সুতরাং দেখা যাচ্ছে যে কোচবিহার সহ উত্তরবঙ্গের কোচ রাজবংশী অধ্যুষিত সমস্ত জেলা থেকে অন্যান্য জেলা তথা অন্যান্য রাজ্যে কাজের খোঁজে মানুষের সংখ্যা কত পরিমানে রয়েছে। গবেষক এখানে ছোট ও মাঝারি শিল্পের উন্নতির কথা বলেছেন তার সঙ্গে অন্যান্য যেসব উন্নয়নমূলক কর্মকান্ড সেগুলোরও পরামর্শ দিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হল কোচ রাজবংশী নির্বাচিত জননেতা থাকা সত্ত্বেও কোচ রাজবংশী মানুষের এই উদ্বেগজনক পরিনতির কারণ কি? তাহলে ওনাদের থাকা বা না থাকা কি সমান? সাধারণ কোচ রাজবংশী (Koch Rajbanshi) মানুষকে সামগ্রিক ভাবে ভাবতে হবে নিজেদের কল্যাণে । কৃষির সঙ্গে ব্যবসাকেও প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতা পরবর্তী কিছুটা সময় মানুষকে বাইরে যেতে হয়নি কাজের খোঁজে কিন্ত যত সময় গড়িয়েছে তত কোচরাজবংশী মানুষের আর্থ সামাজিক অবস্থা শোচনীয় হয়েছে। রাজবংশী অদক্ষ শ্রমিক (Rajbanshi unskilled labour) আজ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন রাজ্য বা জাতীয় রাজনৈতিক দলকে প্রয়োজনের বেশী গুরুত্ব না দিয়ে নিজের উন্নতি নিজেকেই করতে হবে, কারণ স্বাধীনতা পরবর্তী 70 বছর পেরিয়ে গেছে গতানুগতিক রাজনীতির ধারায় কিন্ত কোনো সুফল হয়নি বরং কুফলই হয়েছে যার দরুন আজ এই করুন দশা কোচ রাজবংশীর