রাজকুমারী আয়েশার সাক্ষাৎকার 20শে ফেব্রুয়ারি 2002। Meeting with Rajkumari Ayesha

VSarkar
rajkumari ayesha gayatri

মহারানী গায়ত্রী দেবীর ছোটোবেলাত নাম ছিল আয়েশা। আয়েশা নাম কায় দিল্ বা কেংকরি আয়েশা নাম হৈল্ নিচের ভিডিও টা দেখিলে জানির পাইবেন।

Source youtube

রাজকুমারী গায়ত্রী দেবী ও ইলাদেবী কুচবিহারত যেলা ছিল রাজবংশী /কামতাপুরী ভাষাতে কতা কৈছে। ইংলিশ জানিত কিন্তুক বাংলা ভাষা কমই জানত। ঐ জন্যে মাও ইন্দিরা দেবী গায়ত্রী দেবীক বোলপুরের শান্তিনিকেতনত পাঠে দিচিল কবিগুরু রবি ঠাকুরের নিকট যাতে বাংলা ভাষাটা ভাল্ করি রপ্ত করির পায়। সেই সমায় ওটি ইন্দিরা গান্ধী ও পড়াশোনা করির আসছিল। গুরুর বেশী সান্নিধ্য পাবার জন্যে দুইজনের মধ্যে ঠান্ডা লড়াইও নাকি ছিল।

এলাও অনেক শিক্ষিত কোচরাজবংশী মানষি নৈজ্যা খায় রাজবংশী /কামতাপুরী ভাষাত কতা কওয়ার।
শহরের বেশিরভাগ কোচরাজবংশী কৈনালা তো বোধায় কওয়ারে জানেনা বা জানিলেও বোঝা মুশকিল কারণ মুখ দিয়া আঈ ভাষা না বিড়াইলে মানষি বুঝিবে কেংকরি।

Ref. Book: A Princess Remembers, Gayatri Devi, page: 116