Download কামতাপুরী ভাষা সাহিত্যের রূপরেখা, 2000, ধর্মনারায়ন বর্মা। Kamatapuri Basha Sahityer Ruprekha

VSarkar
Kamatapuri bhasha sahityer ruprekha

ভূমিকা

আমার বিচারে “কামতাপুরী ভাষা সাহিত্যের রপরেখা” একটি গবেষণামূলক গ্রন্থ। এই গ্রন্থখানি শ্রীধর্মনারায়ণ বর্মা মহাশয়ের অধ্যাবসায়, পরিশ্রম, গবেষণা ও মননের ফসল। ভাষা উপভাষা বিভাষা নিয়ে যে বিতর্ক, আলোচনা, বিবাদ চলছে “বিজ্ঞান ভিত্তিক ভাষাতত্ত্বের” ভিত্তিতে তার সমাধান শ্ৰীবর্মার কাম্য। আলোেচনার ভিত্তিতে বিতর্কের সমাধানের দৃষ্টিভঙ্গি প্রশংসার যােগ্য। ভাষা নিয়ে আবেগভিত্তিক ভাসাভাসি এ বতকের সমাধান নয়।……….. লিখেছেন মাননীয় মণীন্দ্র চন্দ্র চক্রবর্তী, 24/08/2000 তুফানগঞ্জ।

Download/Read Book

মুখবন্ধ

ধর্মনারায়ণ বর্মা, পরিণত বয়সে জন্ম দিলেন অতি নবীন এক সাহিত্য প্রজন্ম’। আত্মশক্তির অসাধারণ উদ্বোধন ঘটেছে তাঁর জ্ঞান-রাজ্যে। পরিণতিতে, আত্মনিভর সৃষ্টিশীলতা দূর্লভ নির্ভীকতায় সঙ্গীতমুখর হয়ে  ঘোষণা করেছে আত্মঅস্তিত্ব। শিকড়ের সন্ধানে, সাধন তৎপর নিরলস তাপস, সিদ্ধিলাভ করেছেন জ্ঞানের উজ্জল জ্যোতিদর্শনে। একেই বলে বােধিলাভ।……….লিখেছেন ডঃ স্বপনকুমার বিশ্বাস, 24/08/2000 কলিকাতা।

আগিলা কথা

উত্তর পূর্ব ভারতের প্রধান প্রচলিত ভাষাক নিয়া পন্ডিত সমাজত বিতর্কের শ্যাষ নাই। ফাইক মানসিয়ে এই গৌরবােজ্জ্বল প্রাচীন ভাষাটাক উপভাষা আখ্যা দিয়া ওটিখুনায় উমরা উমার কর্তব্যের ইতিরেখা টানিবার চান।  সমাজ ইতিহাসের বিবর্তনের ধারাত প্রতিষ্ঠিত এত ডাঙর সত্যটাক উমরা মানি নিবার না চায়।………..মাননীয়  ধর্মনারায়ণ বর্মা। আরো যেসকল বিষয়বস্তু এই বইখানত আছে তা হৈল্ –

কামতাপুরী ভাষার ধ্বনি উচ্চারণ বৈশিষ্ট্য,ব্যঞ্জন বর্ণলার উচ্চারণ বিধির বিশেষ আলোচনা, সন্ধি, শব্দচ্চারনত ধ্বনি পরিবর্তন পদ্ধতির হিস্যা, স্বর সঙ্গতি, ও শ্রুতি আরো ব শ্রুতি, বর্ণ বিপর্যয়, সমীকরণ, প্রকৃতি, তৎসম আরো তদ্ভব শব্দ, সংস্কৃত থাকি আইসা শব্দ, হিন্দি শব্দের অনুপ্রবেশ, সান্তালি শব্দ, মৈথিলি শব্দ, নিজস্ব শব্দ, বিদেশী শব্দ, খাসি শব্দ, বড়ো শব্দ, মালোয়াসী শব্দ।


অব্যয় পদ, ক্রিয়া ও ক্রিয়ার রূপতত্ত্ব বাচকতত্ত্ব, কামতাপুরী ভাষার মোট নয় পরকার ক্রিয়ার কাল, ধাতু, দেহার অংশগুলার নাম, কারক ও বিভক্তি, সমাস।

কামতাপুরী ভাষার লিপিরূপ

কামতাপুরী সংস্কৃতির গান, পূজা আচার, ছিলকা, ধাধা।

# Kamtapuri Bhasha Sahitto