বাংলা ও কামতাপুরী ভাষা সম্পর্কে কিছু তথ্য। Bangla and Kamtapuri Language.

উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা নিয়ে নিদারুন বিতর্ক চলছে। এই ভাষাকে কেউ বাংলার উপভাষা, কেউ অসমীয়ার উপভাষা কেউবা বিভাষা বলেছেন। এখানে বাংলা ও কামতাপুরী ভাষা (Bangla and Kamtapuri Language) সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করার প্রয়াস রইল। “A step to Kamta Behari Language” (published in 1991), গ্রন্থে শ্রী ধর্মনারায়ণ বর্মা বলেছেন –

As a matter of fact on such an admixture, the cultural and linguistic development took a new shape and we get this present language and culture. This language which dates its origin from the Charyyapada of between 8th to 12th century, was the administrative and educational medium in the region of Kamatpur Kings from the 13th century down to the 19th century.

ডঃ অজয় চক্রবর্তী বাংলা ও অসমীয়া ভাষা সম্পর্কে বলেছেন –

The two languages have taken a definite shape from the 18th century. (The Language and literature of Kamata Kooch Raj Darbar). 

Dr. T. C. Rastogi and Arun Choudhury বলেছেন (1993), The Kamata Language, Proginitor of Assamese and Bengali.

মাটির সুরের রাজা আব্বাস উদ্দিন গ্রন্থে শ্যামল চক্রবর্তী বলেছেন -“… জাগের গান কামতাবিহারী ভাষার গান।” (পৃঃ 20)

এরপর উপভাষা বিভাষার বিতর্ক থাকতে পারে না। কামতাপুর রাজ দরবারে সাহিত্যগুলির ভাষা বাংলা নয় – সেগুলি সংস্কৃত ও কামতাপুরী; শ্রী ধর্মনারায়ণ বর্মা দৃঢ়তার সঙ্গে তা বলেছেন “কামতাপুরী ভাষা প্রসঙ্গ” গ্রন্থে। শ্রী বর্মা তাঁর ভাষার উপর লিখিত গ্রন্থগুলিতে কামতাপুরী ভাষাকে যে কোন মান্যভাষার সম আসনে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে রায়ডাক পত্রিকা মনে করে।

(সম্পাদক – রায়ডাক পত্রিকা, Date: 05/08/2002)



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় বাংলায় পঠন-পাঠন আরম্ভ হয়নি। তখনও বাংলার শিশু শিক্ষার কোনো গ্রন্থ লেখা হয়নি। অর্থাৎ বাংলার লেখ্য রুপ আসে নাই। তাই তিনি নয় বছর বয়সেই কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি 1841 খ্রীষ্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যক্ষ নিযুক্ত হন।1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেখানে বাংলা ভাষার স্থান করে দিতে সিনেটের সঙ্গে অনেক যুদ্ধ করতে হয়। তবে দীর্ঘ চল্লিশ বছর সংগ্রামের পর বাংলা ভাষা স্বীকৃতি লাভ করে। 1919 সালে বাংলাকে M A class এ পাঠ্যরুপে আমরা দেখেছি।

(ভাষা আন্দোলনের শতবর্ষ – দীনেশ সিংহ)


📕”কামতাপুরী ভাষা প্রসঙ্গ” – শ্রী ধর্মনারায়ণ বর্মা, 2002