Photo of the Remarkables mountain range in Queenstown, New Zealand.

সারিন্দা – 2

দুর্গেশ বর্মন

ঢাকন খান  সাদাসিলা কিষান ছবি
জীবন ডাঙাত কায়বা আছে বাচি
বেলা কামাই ফ্যালে হাসে, ঝরির ঝাপ্টা নাগে গাত
আনসুরা হয় ঘাটা।

আউলি যায় ভুগোল ভুলা খায় ইতিহাস
চাইরো পাকে সইশ্যার ফুল
নয়া সুরোত কথা কয় সারিন্দা।


ছ্যাঙা

দুর্গেশ বর্মন

মায়া মন্ত্র গাথা বল
আলন্দ – গোসার ফাকোত
অদেখা ঢাকন।
দোতোরা ডাঙার নাকান ভরা সুর
চোখুত, মুখোত জোনাখ দেহাত শান্তির ঘর।

কথার বুলি আওরাই কত আলোচনা
মনত দুস্ক ভাসিলে সেই সুরত ডুবি চুপ।


মুই কায়

দুর্গেশ বর্মন

খসি পড়ে আলন্দের শীত আতি
দিন দিন খাইলসা হয় দেহা।
বুড়ি আই য়ের চোখু ছল ছল ছোওয়ালা সইদ্যায় হয় মাউরিয়া।
ঘাটা খান সাপের নাকান পাতা ফান
সেলা দোতোরা, কুশান, ভাওয়াইয়া নেখি থোং গাত
মুই কায়? যাতে না হং ফম ফাসরা।


 

Facebook Comments
error: Content is protected !!
%d bloggers like this: