কবিতার নাম “কৃষকের ক্ষেত” – কবি রোহিত বর্মন।


কৃষকের ক্ষেত

📝রোহিত বর্মন

চারিদিকে সোনালী রঙে ভরা মাঠ
রোজ সকালে সবাই মিলে চলে হাট।
যেই দিকে দুনয়ন যায় শস্য ভরা
চারিদিকে কৃষকের ক্ষেত দিয়ে মোরা।
রোজ সকালে চাষির দল চলছে মাঠে
সকাল-বিকাল সবাই মিলে ধান কাটে।
এই ধান দিয়ে তৈরি হয় চাউল
ওই চাউল দিয়ে সেবা করবে বাউল।
বলদ দিয়ে করছে কৃষক মাঠ চাষ
ওই ছোট্ট কুটিরে কৃষক করে বাস।
দুঃখ দুর্দশা হয় না শেষ
তাদের জীবনে আসে না কোন রেষ!