কবিতার নাম হায়রে ফুটপাথ - কবি রোহিত বর্মন। Rohit Barman

VSarkar
haire foothpath rohit barman


হায়রে ফুটপাথ

📝লেখাইয়া: রোহিত বর্মন

ওই দিন দেখ ছিলুং তোক আস্তাত
থাকি ছিলু্ তুই,
আন্ধার আতিত পাশোত না ছিল কাও
কি করিম মুই?
চোখের আগালোত নাই ছিলু্ খালি
 তুই আরো ভাইল্লা,
নিরুপায় ছিলু মুই টিকাত ছিল
খালি গামছা সাইলা ।
ভাইল্লা আতিত নিন্দাস, ভয় ডর
 না খায়া যখন,
তোমার বগল দিয়া যায় কতো গাড়ি
দেখেই না তখন।
অচল অবস্থা দেখি মানষি করে কতো
যে পরিহাস।
আসিবে এক দিন ওই দিন উমারো
খালি হইবে হ্রাস।
ফুট পাথে পড়িয়া থাকা মানষি এক
দিন হুইবে ভাল ।
গাড়ী ঘোড়াত চরি ব্যাড়া মানষি লাও
সে হুইবে টাল।
ফুট পাতেই থাকা মানষি পায় নাই
যে খাবারের ভাত।
গাড়ী ঘোড়া মানষির আনন্দে না কাটে
যে মজার রাত।
হায় রে ফুটের পাথ ,
তোকে রে করিম সাত।।
দুখি মানষির জাগা ওই ফুট পাথ,
তোমার সাথত কাটাম মুই ও রাত।।
বিদায় হ রে ফুট পাথ ,
বিদায় হ রে এই রাত।

# Kamata Kabita