কবি তুষার বন্দ্যোপাধ্যায়ের “অললই ঝললই মাদারের ফুল”


অললই ঝললই মাদারের ফুল

📝লেখাইয়া: তুষার বন্দ্যোপাধ্যায়

ভাষা: কামতাপুরী / রাজবংশী

অললই ঝললই মাদারের ফুল

কইনার কানত্ ঝুমকার ফুল

মাইগে মাই আইগে আই

বড়বাড়ি দেখিশুনি আসিনি গে বাই

সেন্দুর মুছিয়া বাপের বাড়ি যাই।

কইনা কহেছে বাপের বাড়ি যাই

রাখিয়া আইসেন কুনো কাথা নাই

খুলিয়া ফেলাইছে খোঁপার চুল।

না জানে আন্ধন না জানে বাড়ন

শাকের সোয়াদ চুলাতেই গেল্

অগুনের ভাপে শুখাইল তেল

ভাল্ কাথা কইলে গোঁসাতে কাঁই

পটের বিবিটা ঠাকুরাণী মাই।

কাথায় কাথায় নাকের নথ

কুঠে হাতে আসিল্ উড়ানি রথ

হায়গে হায় বায়গে বায়

মাইয়া মানসির নাজ ভয়ও নাই

আতিদিন ঘরতে সোয়ামীর ঠাঁই।

অললই ঝললই মাদারের ফুল

কইনা বান্ধে না মাথার চুল

গাও মাথা ঘষিয়া

ভাত না আন্ধিয়া

খুলিয়া আখিছে কানের দুল

কইনা কহেছে বাপের বাড়ি যাই।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *