পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ড – সাধারন কোচ রাজবংশী মানষি কি আদৌ সচেতন?

West Bengal Rajbanshi Development and Cultural Board
✏️পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ড (One type of Society কওয়া যায়) ✏️ডিপার্টমেন্ট: অনগ্রসরশ্রেণী কল্যান ( WB Backward classes Welfare) ✏️West Bengal Society registration Act 1961(অডিটের কাজকর্ম সমিতির নিয়মকানুন অনুযায়ী হৈবে) 


✏️উন্নয়ন বোর্ডের লক্ষ্য বস্তু:

1 . রাজবংশী সম্প্রদায়ের লোককলা, লোকগান, লোকনৃত্য, লোকসংস্কৃতি সংরক্ষন করা ও প্রচার করা।

 2. রাজবংশী সম্প্রদায়ের মধ্যত শিক্ষার প্রচার করা ও শিক্ষাত উন্নত করা। 

3. রাজবংশী সম্প্রদায়ের সাহিত্য, পত্রিকা, গবেষনা পত্র, বই, ম্যাগাজিন যা customery right, rituals (ধর্মীয় রীতিনীতি) সম্পর্কিত এবং অন্যান্য আনুষঙ্গিক সাহিত্য প্রকাশনা করা।

4. রাজবংশী সম্প্রদায়ক উমার পরিচয় (identity) আর সংস্কৃতি দ্যাখেবার জন্যে সমর্থন করা। 

5. রাজবংশী সম্প্রদায়ক বাড়ি, লাইব্রেরি আর মিউজিয়াম বানেবার জন্যে সাহায্য করা। 

6. রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহাসিক আর সাংস্কৃতিক নিদর্শন, objects and structures ( ভগ্ন বাড়ি, মন্দির, রাজার গড় etc.) রক্ষা করা। 

7. দরকার অনুযায়ী রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন সমাজ কল্যানমূলক কাজকর্ম করা। 

8. রাজবংশী সম্প্রদায়ের traditional practices রক্ষা করা আর প্রচার করা। 

9. রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্য (heritages) রক্ষার কাজকর্ম সহজতর করা। 

10. To do all such acts, deeds, matters and things connected thereto and therewith as may be necessary or deemed to be necessary as well as incidental or conducive to the foregoing objects. (এটা হৈল্ উকিলের ভাষা, – সৌগ ব্যাপারে আইন অনুযায়ী কাজ করা হৈবে যদি দরকারী বা দরকারী বুলি গন্য হয়। উকিলে ভাল্ কবার পাইবে। )


🔰কায় কায় আছে উন্নয়ন বোর্ডত: (মোট 31, জেনেরাল বডি) 

1. চেয়ারম্যান – রাজবংশী (রাজ্য সরকার যাক চাইবে) 

2. ভাইসচেয়ারম্যান – রাজবংশী (রাজ্য সরকার যাক চাইবে) 

3. মেম্বার সেক্রেটারি – সরকার নিযুক্ত পদ on deputation ( রাজবংশী না হয় বোধায়) 

4. Ex-officio সদস্য- ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (কুচবিহার) বা উমার প্রতিনিধি  

5. Ex-officio সদস্য – ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, কুচবিহার (রাজবংশী হৈলে অসুবিধা আছে?? ) 

6. Ex-officio সদস্য- ডিরেক্টর, Cultural research institute অথবা উমার প্রতিনিধি।

 7. অন্যান্য সদস্য- রাজ্য সরকার যাক যাক রাখিবে বিভিন্ন রাজবংশী সংগঠন থাকি। 
Executive বডি:1,2,3,4 আর 7ঝন (7নম্বর থাকি) 
বি:দ্র: 3-6 এই পয়েন্টলাত রাজবংশী অফিসার হৈলে অসুবিধা আছে যদ্দুর হয়??


❓পোশনো হৈল্ রাজ ঐতিহ্য তো mainly কোচ রাজার তালে রাজবংশী কেংকরি ভাগ বসাইবে? 

কোচ রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচারাল বোর্ড – এই নামটা যুক্তি সঙ্গত আর ঐক্যতার জন্যে ভাল্ নাহয় কি?

এলাও সেইনাকান কোনো কাজকামাই করে নাই কৈলেও চলে এই বোর্ড, তবে রাজ্য সরকার কতটা করির দিবার ধৈরচে সেটাও বড় বিষয়, খালি সাইনবোর্ড দিয়া এটিকার ইতিহাস ধংস করির ধৈরচে ধীরে ধীরে, উদাহরণ 100 বছরের ঐতিহ্য পূর্ণ MJN হাসপাতালের নাম পরিবর্তন করি কুচবিহার মেডিক্যাল কলেজ ও হসপিটাল নাম দেওয়া একে জমিতে।

প্রাথমিক পর্যায়ে লাইব্রেরী আর প্রত্যেক মহকুমাত কমিউনিটি সেন্টার (রাজনীতি পাছত থুইয়া) যেদু বানায় তালে কাজের কাজ হৈবে মনে হয়। কামতা ভাষা সাহিত্য আর কামতার ইতিহাস সম্পর্কিত বই আইজকালকার দিনত খুবে জরুরি। তবে সবথাকি বড় বিষয় সাধারন কোচ রাজবংশী মানষি কতটা সচেতন, কতটা অনুরাগী, কতটা দায়িত্বশীল, রাজনীতির উপরা উঠি। কায় কত কলম চালের পায় আর ঠিক ঠিক জাগাত তার মনের কথা পৌছি দিবার পায় তার উপরা নির্ভর করিবে গোটায় ব্যাপারটা।