শিবের বিয়াও – কামতা সংস্কৃতি

This song is about marriage ceremony of Lord Shiva in  Kamtapuri / Rajbanshi Language.

শিবের বিয়াও নিয়া এই গান খান্ ল্যাখা হয় কুচবিহারের খাগরাবাড়িত, শিবযজ্ঞের সমায়। কুচবিহারের ডি ভট্টাচার্য গানখান সংগ্রহ করি রাখিছিলেন। সূত্র – Rajbanshis of North Bengal (Dr. CC Sanyal)


শিবের আজ বিয়াও ভাইরে আগেয়া যাইরে কৈলাশপুরী বুলি শিবের গায়র ভষ্মগুলা ঝলঝলেয়া জ্বলিয়া উঠিল্ খালি।

ব্রহ্মা বিষ্ণু সদায় জয় শিব গায়, সুয্যা ধরিল ছাতি

গঙ্গা চামর ঢুলায়, বম ভোলা কয় তারার হাতৎ বাতি।

শাশ্বতি আর অরুন্ধতী চলেছে আশে পাশে

নন্দী সিদ্ধি ফোকায় বগল বাজায় ভৃঙ্গী খালি হাসে।

সুর গন্ধব সগায় বীণাৎ বাজায় জয় শিব বম্ বম্।

ষাঁড় শিং ঝকায় য্যালা ঘন্টা মালা বাজি উঠে ঠং ঠং।

নগাধিরাজের পুরী আসিয়া পড়িল্ কোল্লোহাটির রোল

কামিনী কমল মুখী নৈজ্জাবতী খেরকিৎ ঝুকি ঢুরকী মারি ওইল্।

ভূত প্রেত প্যাত্তানি শিবের বরযাত্রীগুলা

সগায় আসি গিস্যি সোন্দাইল কানা ভেঙ্গুর নুলা।

কারোবা নাকটা ঘোঁদা কাহো বা জোঁদা

কারো হোতলাই হোইলেক হিদি

কারো তল উপর দাঁতে এ্যাকটা বাদে নাগা যেদি সেদি।

কারোবা বুকোৎ চখু হুকুর হুকুর না পায় হাটির চায়

কারো, প্যাট নাউ টোকরা মাতা ডোকরা হুর হুর কোকরা কমরটাও

কারো হাড়গিলা গালা টারুয়াগুলা খটোর খটোর নড়ে

কাহো বা দীগ্লা হাতে এইটে হাতে বাঁশের আগাল্ নাড়ে।

কাহো কয় থ্যান থ্যানে আও মাটাউ মাটাউ কুশিয়ার ডাঙ্গি খায়

কাহো দাঁত খিচিয়া উটে, মুখ ব্যাকটে, কেক্টি বেক্টি চায়।

উমাক কাও বোসির না কয় মুখ ব্যাকটায় উত্তি না যায় কাহো

ধরম ষাঁড় গোরোৎ অয়া নাক সোসেয়া থাকিয়া ওইলেক তাও

নেটুটা নাটার পাটার ঝাটার পাটার, কান দুইটা নাড়ে।

হঠাৎকার ডোডেয়া উটিল ঝকেয়া উটিল গোটায় পাহাড়টায়

হাতিলা কারাং করি চিক্রির ধোরি হিরমিরিয়া গিরির গুহাৎ সোন্দে;

আর এক কারাং চিলাং ঝাটাং ছটাং বিয়াও বাড়ির।

ঝিকি ভূত চিক্রি উটলেক ঠকঠকাইলেক টারুয়া শিবের গালার

শিব চৌক টেরিয়া করি সারায় বাড়ি দেখিল্ আতার পাতার।

ম্যানেকা গোরোৎ আচিল পাঁচ পাও পাচাইল আরেয়া বাতি সুদায়

বৈরাতি চাইলোন বাতি কোরিয়া কাতি ছ্যাল্লাপাটা ধায়।

অন্দোর বাড়ির বেটিছাওয়া পক্ চোটিয়া গেইলেক, খসসে উটি কোইল্

আমরা না সেকোনে কোচি দ্যাক হুর আজি কান্ডো ক্যামন হইল।

ঘন্টার ওই ভূতের আজাক্ বুড়া বরটাক ধ্যাদরে ধরি আনিল্

হামরা কি এমন বাঁদি হাত পাও ছাড়ি নদিৎ ভাসাইল হোইল্?

সে দিন নাই আর সে দিন নাই, ক্যানে মনোৎ নাই, পতির বাদে সতী

নিন্দায় প্রাণ ত্যাজিলো, কৈ গেলো শিব, সতীর সুদায় সতী।

শাশানের বুড়াক্ হাটান্, দেও পিট্টান, গোরীক দিমো না রে।

তারপর…. ..

হিমালয় আটাশ খ্যায়া হোকফোকেয়া চকধাঁদিরাত পোড়িল্

বায়রা ভিতোর দৌড়ায়, মেনাক্ চ্যাচায়, উমাক্ ড্যাকের ধোরিল্।

আইসেক্ মাও উমা, উমা আয় সোনা মা, পাও ফ্যালেয়া আয়

বিপদোৎ তুই ছাড়া মোর নাই কাহো – হোর সউক ভাসিয়া যায়।

ভূধরের কোন্যা উটিল, আঁজুলোৎ নিল্ পাপী তাপীর ভার

আঁচোল খান্ দিলেক্ গালাৎ বিজলী ঝালাৎ এমোন রুপ্ আর কার।

গিরিজা আগেয়া আসিল শিবোক্ দেখিল্ মাথা নোয়াইল যেদু

ভূতের ঘর ভাল হয়া গেইল ঘিরিয়া বোসিল্, কোল্পিয়া হইল যাদু।

মরা যোন চটকি উটিল শক্তি ফুটিল বত্তি উটিল শিব

বিধাতা বিষ্ণুচিত আহ্লাদিত মুক্ত হইল জীব।